প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) এর দর্শনার্থীরা বিশ্বের প্রথম দ্বিতীয় প্রজন্মের এআই-চালিত বিমান বালার সঙ্গে সাক্ষাতের পাবেন।
সামা ২.০ নামের কাতার এয়ারওয়েজের এ বিমান বালা দর্শণারর্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
ভ্রমণকারীদের কিউরেটেড ভ্রমণ অভিজ্ঞতা ডিজাইন করতে সাহায্য করবে। সে সঙ্গে পরের সপ্তাহে বিভিন্ন ইভেন্টের প্রশ্ন, গন্তব্য, সহায়তা টিপস এবং আরও অনেক বিষয়ে জবাব দেবে।
আগামী ৬ থেকে ৯ মে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বার্ষিক প্রদর্শনীতে কাতারি এয়ারওয়েজের প্যাভিলিয়নে থাকবে এ ডিজিটাল মানব বিমান বালা।
কাতার এয়ারওয়েজের গ্রাহকরা এয়ারলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউভিইআরএসই (QVerse)বা এর অ্যাপের মাধ্যমেও সামা ২.০ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
‘আকাশ’-এর আরবি শব্দের নামানুসারে, কৃত্রিম বিমান বালার নামকরণ করা হয় সামা। চলতি বছরের মার্চে আইটিবি বার্লিনে কাতার এয়ারওয়েজ স্ট্যান্ডে আত্মপ্রকাশ হয় সামার। ইউএনইইকিউ (UneeQ)এর সহযোগিতায় এআই চালিত এ ডিজিটাল বিমান বালা তৈরি করা হয়। কাতার এয়ারওয়েজই হলো প্রথম এয়ারলাইন কোম্পানি যারা এআই বিমান বালা নিয়ে এসেছে।
আরেকটি হিউম্যানয়েড রোবট সোফিয়া। গত কয়েক বছর ধরেই শিরোনাম রয়েছে এটি। ২০১৭ সালে সৌদি আরব বিশ্বের প্রথম দেশ, যারা সোফিয়া নামের এ রোবটকে নাগরিকত্ব দেয়।
সূত্র: খালিজ টাইমস
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest