ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় আটজনের প্রাণ গেছে। এতে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

খবর বিবিসির।
প্রধান শহর নিপ্রোর স্টেশনে হামলা হয়েছে। আরও পূর্বের সিনেলনিকোভে বেশ কয়েকটি বাড়িঘরেও হামলা হয়েছে।

 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলা প্রতিটি শহরের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে।

 

ইউক্রেন বলছে প্রথমবারের মতো তারা রাশিয়ার ভূখণ্ডে একটি দূরপাল্লার বোমারু বিমান ভূপাতিত করেছে।

 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনেলনিকোভ শহরে রুশ হামলায় ব্যক্তিগত বাড়িগুলোকে লক্ষ্যবস্তু করা হলে ছয়জন নিহত হন। তাদের মধ্যে আট বছর বয়সী এক ছেলে শিশু ও ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছে।

 

তৃতীয় এক শিশু আহত হয়েছে। সে নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়েছিল। তার অবস্থা গুরুতর। আরও কয়েকজন আহত হয়েছেন।

 

আঞ্চলিক রাজধানী নিপ্রোতে দুজন নিহত হয়েছেন এবং ১৯ জন আহত হয়েছেন। সেখানে একটি রেলস্টেশন ও একটি পাঁচতলা ভবনে হামলা হয়।

 

রেল অপারেটর বলেন, দায়িত্বে থাকা এক নারীর প্রাণ গেছে। সাত রেলকর্মী আহত হয়েছেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন