প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৪
অনলাইন ডেস্ক : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। যদিও আদেশের কপি প্রকাশিত হয়েছে বুধবার (২০মার্চ) দুপুরে।
জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন, দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে দু’টি পর্যায়ের টাকা ও চাল আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্ত করে এ অভিযোগের সত্যতা পাওয়ায় চেয়ারম্যান মো.নলিউর রহমান তালুকদারকে স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে সুপারিশ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক।
এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযুক্ত চেয়ারম্যান দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনের দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে।
৫নং শিবপাশা ইউপি চেয়ারম্যান মো.নলিউর রহমান তালুকদার কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউপি পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংগঠিত হওয়ায় মো.নলিউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে চিঠি পেয়েছি। নির্দেশনা মোতাবেক কাজ করা হবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest