বাস থেকে নামিয়ে গৃহবধূকে নির্যাতন, ৫ নারী কারাগারে

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

বাস থেকে নামিয়ে গৃহবধূকে নির্যাতন, ৫ নারী কারাগারে

6

নিউজ ডেস্ক : হবিগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

1

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তারা আদালতে জামিন চাইলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কাঁকন দে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

 

মামলার আসামিরা হলেন- রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

4

 

4

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত বলেন, ‘এ মামলায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ৫ জনকে আদালতে আত্মসমর্পন করলে তাদেরকে কারাগারে পাঠান আদালত। এছাড়াও এই মামলার অন্য তিন আসামীকে গ্রেফতারে করতে অভিযান চলছে।

1

 

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। এর জেরে গত ৭ জুলাই হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে তার বোনকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।

ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটায় কাউছার মিয়াসহ তার লোকজন। ভুক্তভোগী নারী মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর কন্যা। কারাগারে যাওয়া নারীরা কাউছার মিয়ার নিকটাত্মীয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8