প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ সোমবার ইতিহাস তৈরি করেছেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ, জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ।
পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন দেশটির স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়। এ সময় সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের বিধায়করা বিক্ষোভ করে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রীর জন্য দলের মনোনীত প্রার্থী রানা আফতাব আহমেদ খানকে স্পিকার কথা বলার অনুমতি না দেওয়ার পরে এসআইসি বিধায়করা ওয়াক আউট করেন।
ভোট গণনা শেষ হওয়ার পর পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক মুহম্মদ আহমেদ খান ঘোষণা করেন মরিয়ম ২২০ ভোট পেয়েছেন এবং আফতাব একটি ভোটও পাননি। এসআইসি বিধায়করা সম্পূর্ণভাবে ভোট বয়কট করেন।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বিধায়কদের বজ্র করতালিতে স্পিকার বলেন, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের পদ্ধতির নিয়ম অনুসারে, মরিয়ম নওয়াজ শরীফকে পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বক্তৃতায় মরিয়ম বলেন, আমি বিধানসভার সব বিধায়কদের প্রধান নির্বাহী, যারা আমাকে ভোট দেননি তাদেরও।
তিনি আরও বলেন, আমি ডেথ সেলে বন্দি থাকাসহ অসংখ্য কষ্টের মুখোমুখি হয়েছি, কিন্তু আমি আজ যা হওয়ার জন্য আমি আমার বিরোধীদের কাছে কৃতজ্ঞ। কারো বিরুদ্ধে প্রতিহিংসা থাকবে না।
পাঞ্জাবের জন্য তার কর্মসূচির রূপরেখা দিয়ে মরিয়ম বলেন, আমি আমার অফিসে প্রথম দিন থেকেই মানুষের জীবন উন্নত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাবো।
সূত্র: আরব নিউজ
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest