প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি : কোনো নেতা বা এমপি হয়ে নয় আপনাদের বিপুল ভোট নির্বাচিত একজন সেবক হয়ে কাজ করব। আপনার শুধু পাশে থাকবেন। মাষ্টার প্ল্যানের মাধ্যমে আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন করব বলে জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।
তিনি আরও বলেন,আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমার দরজা সব সময় খোলা থাকবে, কোনো দালাল লাগবে না। গতকাল বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর সেই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি নির্বাচনে আপনারা নিঃস্বার্থ ভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে ঋণী করেছেন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সেই ভালোবাসার মূল্যায়ন করায় চেষ্টা করব। আমি আজীবন আপনাদের পাশে থাকব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখুঞ্জি, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ বিলকিছ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, শংকর চন্দ্র দাশ, আসাদুজ্জামান সেন্টু, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য শামিম আহমদ আখুঞ্জি, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ আপু, তাহিরপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest