প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপনের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।
মঙ্গলবার বিকেলে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে আলাচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest