নায়ক ফেরদৌসের আসনে ভোট দেবেন শেখ হাসিনা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

নায়ক ফেরদৌসের আসনে ভোট দেবেন শেখ হাসিনা

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু আগামীকাল রোববার সকাল ৮টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুইবারের মতো এবারও গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করছেন।

 

কিন্তু তিনি গোপালগঞ্জে গিয়ে ভোট দিতে পারছেন না। ঢাকা-১০ আসন ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ।

 

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে একই কেন্দ্রে ভোট দেবেন ছোট বোন শেখ রেহানা ও শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।

 

আসলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যে কোনো আসনে ভোটার হলেই চলে।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য তার সংসদীয় আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে ভোট দিবেন।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন