প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থার ঐক্যবদ্ধ হওয়া উচিত। রোববার ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন।
তুরস্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি নেতা তার ভিডিও বার্তায় বলেছেন, সব দেশ ও সংস্থাকে গাজায় নিরপরাধ নারী ও শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। মানবতার জন্য আমরা একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করি। এটির জন্য কথিত গণতান্ত্রিক, স্বাধীনতাকামী দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কথা তুলে ধরে এরদোগান বলেছেন, জনগণের দুর্ভোগ ও জাতীয় সম্পদের অপচয় ঠেকানোর লক্ষ্যে এই সংঘাতের অবসানে দায়িত্বশীল উদ্যোগ নেওয়া উচিত।
এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রায় তিন মাস হতে চলেছে। চলমান আগ্রাসনে ভূখণ্ডটিতে প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। যার ৭০ ভাগই নারী ও শিশু।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়গুলো অনেক দিন ধরেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তাতে কোনো কর্ণপাত করছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest