নতুন বছরের ক্রীড়া সূচি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

নতুন বছরের ক্রীড়া সূচি

স্পোর্টস ডেস্ক : শেষ হয়ে গেল আরও একটি বছর। যাত্রা শুরু নতুন বছরের। নতুন বছরেও ক্রিকেটের ব্যস্ততা থাকবে। চলতি বছর বাংলাদেশ দলও কাটাবে ব্যস্ত সময়। আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

এক নজরে চোখ বুলিয়ে আসা যাক-

 

* বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

 

(১৯ জানুয়ারি থেকে ১ মার্চ)

 

* অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

 

(১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা)

 

* আইপিএল ২০২৪

 

(২৩ মার্চ থেকে ২৯ মে, সম্ভাব্য)

 

* ২০২৪ টি ২০ বিশ্বকাপ

 

(৪ থেকে ৩০ জুন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ)

 

ফুটবল

 

* এএফসি এশিয়ান কাপ

 

(১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, কাতার)

 

* আফ্রিকান নেশন্স কাপ

 

(১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, আইভরি কোস্ট)

 

* ইংলিশ লিগ কাপ ফাইনাল

 

(২৫ ফেব্রুয়ারি, লন্ডন)

 

* কোপা দেল রে ফাইনাল

 

(৬ এপ্রিল, সেভিল)

 

* ইতালিয়ান কাপ ফাইনাল

 

(১৫ মে, রোম)

 

* ইউরোপা লিগ ফাইনাল

 

(২২ মে, ডাবলিন)

 

* এফএ কাপ, জার্মান কাপ ও ফরাসি কাপ ফাইনাল

 

(২৫ মে)

 

* কনফারেন্স লিগ ফাইনাল

 

(২৯ মে, এথেন্স)

 

* উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

 

(১ জুন, লন্ডন)

 

* ইউরো ২০২৪

 

(১৪ জুন থেকে ১৪ জুলাই, জার্মানি)

 

* কোপা আমেরিকা

 

(২০ জুন থেকে ১৪ জুলাই, যুক্তরাষ্ট্র)

 

* উয়েফা সুপার কাপ

 

(১৪ আগস্ট, ওয়ারশ)

 

* মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

 

(১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর, ডমিনিকা)

 

অলিম্পিক

 

* গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস

 

(২৬ জুলাই থেকে ১১ আগস্ট, প্যারিস)

 

টেনিস

 

* অস্ট্রেলিয়ান ওপেন

 

(১৪ থেকে ২৮ জানুয়ারি, মেলবোর্ন)

 

* ফরাসি ওপেন

 

(২৬ মে থেকে ৯ জুন, প্যারিস)

 

* উইম্বলডন

 

(১ থেকে ১৪ জুলাই, লন্ডন

 

* ইউএস ওপেন

 

(২৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর, নিউইয়র্ক)

 

* এটিপি ফাইনালস

 

(৩ থেকে ১০ নভেম্বর, তুরিন)

 

সাঁতার

 

* বিশ্ব চ্যাম্পিয়নশিপ

 

(২ থেকে ১৮ ফেব্রুয়ারি, দোহা)

 

অ্যাথলেটিক্স

 

* বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ

 

(১ থেকে ৩ মার্চ, গ্লাসগো)

 

সাইক্লিং

 

* ট্যুর ডি ফ্রান্স

 

(২৯ জুন থেকে ২১ জুলাই)

 

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন