২১ গরু জবাই করে ভূরিভোজ করালেন জাপা প্রার্থী আতিক

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

২১ গরু জবাই করে  ভূরিভোজ করালেন জাপা প্রার্থী আতিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে জাতীয পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি দক্ষিণ ‍সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুরে ২১টি গরু জবাই করে ভোটারদের ভূড়িভোজের এ আয়োজন করেন তিনি। সভার জন্য ৪০০ বর্গফুটের বেশি এলাকায় প্যান্ডেল বা মঞ্চ না করার বিধি থাকলেও তিনি বিশাল আকৃতির প্যান্ডেল ও শামিয়ানা টানিয়ে হাজারের বেশি লোককে খাওয়ান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ হলেও তিনি এলাকায় আসেন নি, থাকেন ঢাকার বাসায়।বুধবার (২০ ডিসেম্বর) নিজ বাড়ি মোগলাবাজার আসেন এবং বৃহস্পতিবার দুপুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আতিক। জাহানপুর নিজ বাড়ির আঙ্গিনায় বিশাল প্যান্ডেল ও সামিয়ানা টানিয়ে সভা করা হয়।

 

মতিউর রহমান আফতাবের সভাপতিত্বে ও হুমায়ন কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাপা নেতা আলতাফুর রহমান, আহসান হাবিব মঈন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ স্থানীয় নেতারা।সভা শেষে একই প্যান্ডেলের আরেক পাশে চেয়ার-টেবিল বসিয়ে হাজারের বেশি লোককে খাওয়ানো হয়।

 

সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের এই আয়োজনের বিষয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, জাপা প্রার্থীর এমন আয়োজন নির্বাচন আচরণবিধি ভঙ্গ। খাওয়ানোর বিষয়টি আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও আচরণবিধির অনেক বিষয় রয়েছে।

 

২১টি গরু জবাই করার কথা স্বীকার করে আতিক বলেন, ‘আমি এলাকার মানুষ ও আত্মীয়দের খাইয়েছি। এটা আচরণবিধিতে পড়বে না।’

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন