প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : পুর্ব শত্রুতার জেরে সিলেট নগরীর টিভি গেইট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের বালুচরস্থ টিভি গেইট এলাকায় এই এঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম আরিফ। তিনি ফটিক মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বেশ কয়েকজন আহত হোন। এই ঘটনার জেরেই আজ ছাত্রলীগ কর্মী আরিফ খুন হতে পারেন বলে সুত্র জানায়।
তবে অপর একটি সুত্র জানায়, ২০ নভেম্বর দিবাগত রাত ১২ ঘটিকায় পুর্ব বিরোধের জেরে ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু ও বর্তমান সভাপতি নাজমুলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আরিফ নামের ওই যুবক মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে নিহত ছাত্রলীগ কর্মীর বন্ধু নাম প্রকাশে অনিচ্ছুক জানান,ওই ঘটনায় নিহত ছাত্রলীগ কর্মীর মা বাদি হয়ে আজ থানায় অভিযোগ দেয়ার কথা ছিলো। এমন খবরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মীরা আতঙ্ক ছড়াতে আরিফকে তার বাসার সামনে এলোপাতাড়ি ছুরিকিঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছাত্রলীগ কর্মী আরিফ। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল গ্রুপের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ সদস্য বলরাম।
তিনি জানান,নগরের বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest