প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেন।
মনোনয়ন জমা দিয়ে সরওয়ার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট-৬) উপজেলার মানুষের পাশে রয়েছি। জনপ্রতিনিধি না হয়েও অনেক উন্নয়ন ও সাহায্য সহযোগিতা করে মাঠে ছিলাম। করোনাকালীন ও বন্যার সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়েছি।বিপদ আপদে সব সময় মানুষের পাশে ছিলাম। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমায় এই আসনে নৌকার মনোনয়ন দিবেন।
মনোনয়ন জমাকালে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest