সিলেটে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

সিলেটে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানানা, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের রঙমহল টাওয়ার থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে।

 

মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে যাওয়ার পর রাস্তায় মশালগুলো ফেলে মিছিল করতে থাকে তারা।

 

ঠিক তখনি সেখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা দিগ¦দিগ ছুটতে থাকেন।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সটকে পড়েন।

 

তবে পুলিশ সন্দেহভাজন হিসাবে এক যুবককে আটক করে। তিনি তখন নিজেকে একজন সাধারণ পথচারি বলে দাবি করছিলেন।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আলী মাহমুদের নম্বরে কল দিলে তা ব্যস্ত পাওয়া যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন