প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর মো.কবির আহমদের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় নগরীর আলমপুরস্থ শিক্ষা বোর্ডের হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের আয়োজনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিদর্শক মো.মইনুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড.রমা বিজয় সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সংবর্ধিত বিদায়ী সচিব প্রফেসর মো.কবির আহমদ, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মুয়াজ্জম হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, বিদায়ী সচিবের সহধর্মিণী প্রফেসর তাহমিনা আক্তার, সিস্টেম এনালিস্ট সরকার মো.আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ, সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমদ, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নিরঞ্জন সিংহ, সেকশন অফিসার আজগর আলী কাজী, উচ্চমান সহকারী প্রেমেন্দ্র কুমার রায়, এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মানিক, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ফেডারেশনের যুগ্ম মহাসচিব তাজুল ইসলাম।
সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন চেয়ারম্যানের একান্ত সচিব শামীম আরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম। গীতা পাঠ করেন ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. রমা বিজয় সরকার।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest