‘গরিবের বউ সবার ভাবি’ দেখা যাবে বৃহস্পতিবার

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

‘গরিবের বউ সবার ভাবি’ দেখা যাবে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আবারও জুটি হলেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। মহিন খানের রচনা ও পরিচালনায় ‘গরিবের বউ সবার ভাবি’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের।

 

নাটক নিয়ে বলতে গিয়ে পরিচালক মহিন খান বলেন, নাটকের কাহিনী গড়ে উঠেছে সদ্য বিবাহিত এক সুন্দরী বউকে ঘিরে। গরিব গরীবুলাহর ঘরের সুন্দরী বউয়ের দিকে নজর পড়ে সমাজের নারী লোলুপ অনেকের। এ নিয়ে পেরে উঠে না সে। বউকে পাহারা দেবে নাকি কাজ করবে? নানা যন্ত্রনায় দগ্ধ হতে থাকে সে।

 

ভাবতে থাকে এ থেকে পরিত্রাণের উপায়। সুন্দরী বউকে নিয়ে নারী লোভী সবাই যখন মাতোয়ারা ঠিক তখনই এক রহস্য উদঘাটিত হয়। কি সেই রহস্য? সেটি জানতে হলে দেখতে হবে সম্পন্ন নাটক।

 

জানা গেছে, বৈশাখী টিভির সাপ্তাহিক নাটক ‘গরিবের বউ সবার ভাবি’ প্রচার হবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত ১০টায়। রাশেদ সীমান্ত ও অহনা রহমান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আনিসুল হক বরুন, সেলজুক তারিক, রেশমা আহমেদ, প্রহর সরকার, আকলিমা লিজা, মুহিত তমাল, সিদ্দিক মাস্টার, ইশতিয়াক আহমেদসহ অনেকেই।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন