রাফাহ সীমান্ত দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

রাফাহ সীমান্ত দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা এবং মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। কেবলমাত্র বিদেশি এবং আহত গাজার নাগরিকদের যেতে দেওয়া হচ্ছে।

 

বহু আলোচনার পর বুধবার শেষপর্যন্ত খুলে দেওয়া হয় রাফাহ সীমান্ত। আগে এই সীমান্ত দিয়ে গাজায় মানবিক সাহায্য পাঠানো হলেও বেসামরিক মানুষকে সীমান্ত পার করে মিসরে যেতে দেওয়া হয়নি।

 

মঙ্গলবার গাজার শরণার্থী শিবিরে ইসরাইল হামলা চালানোর পর বুধবার ওই সীমান্ত বেসামরিক মানুষের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় ইসরাইল। তবে সকলে সীমান্ত পার করতে পারছেন না।

 

বিদেশি নাগরিক এবং গাজার আহত বেসামরিক মানুষদেরই কেবল মিসরে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

গাজায় আটকে পড়া জার্মান নাগরিকদের একটি বড় দল বুধবার রাফাহ সীমান্ত পার করে মিসরে প্রবেশ করেছে।
কায়রোয় জার্মান দূতাবাসের কর্মীরা সীমান্তে গিয়ে জার্মান নাগরিকদের সঙ্গে দেখা করে এসেছেন। তবে কতজন জার্মান নাগরিক সীমান্ত পার করেছেন তার কোনো সংখ্যা জার্মান দূতাবাসের কর্মীরা সংবাদমাধ্য়মকে দেননি।

 

হামাসের হাতে পণবন্দি কোনো জার্মান নাগরিককেও বুধবার ছাড়া হয়নি। তবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন