প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তবে বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী।
যেখানে এ নায়িকা তুলে ধরেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ‘উত্তম ও অধম’ দুই লাইন— ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’
হঠাৎ বুবলীর এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। কাকে উদ্দেশ্য করে এমনটি বললেন তিনি, সেই প্রশ্নও তুলেছেন অনুরাগীরা।
যদিও বুবলী কারও নাম নেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই এই নায়িকার তীরের নিশানায় রয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কিন্তু বুবলীর এই স্ট্যাটাসের সঙ্গে অপুর সম্পর্ক কী?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে, বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের সাম্প্রতিক এক মন্তব্য। যেখানে সরাসরি এই নায়িকা জানিয়েছেন, বুবলীকে ‘ঘৃণা’ করেন তিনি। এখানেই থামেননি! অপু বলেছেন— বুবলীর নাম নিতেও নাকি তার ব্যক্তিত্বে বাধে।
অপু বিশ্বাসের এমন মন্তব্যের একদিন পার হতেই সামাজিক মাধ্যমে এই স্ট্যাটাস দিলেন বুবলী। যেখানে তিনি এই নায়িকার নাম না নিলেও পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করেই বার্তাটি পৌঁছে দিলেন।
এর আগে বুবলীকে নিয়ে এক সাক্ষাৎকারে অপু বলেছেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’
বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest