৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পের পর ধারাবাহিকভাবে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭ এবং ৬ দশমিক ২ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে।

 

ফরাসি বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হেরাত শহর থেকে তাদের প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানলে বাসিন্দা ও দোকানিরা ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ভবন ক্ষতিগ্রস্ত বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। নারী-পুরুষ ও শিশু প্রত্যেকে তাদের ঘরের বাইরে। কেউ ঘরের ভেতরে থাকতে চাচ্ছে না।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন