৯ উইকেটে ১৯৭ রান ভারতের, এলো বৃষ্টি

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

৯ উইকেটে ১৯৭ রান ভারতের, এলো বৃষ্টি

6

স্পোর্টস ডেস্ক : আগেরদিন পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটেই ৩৫৬ রানের পাহাড় গড়েছিল ভারত। রাত পেরিয়ে পরের দিনই সেই দলটি যেন দেখে ফেললো মুদ্রার অপরপিঠ।

4

 

ভারতকে নাকাল করে ছাড়লেন লঙ্কান দুই স্পিনার, এর মধ্যে একজন আবার অকেশনাল বোলার! ৪৭ ওভারে ৯ উইকেটে ১৯৭ রান তুলেছে ভারত। আপাতত তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি।

 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ভারত। শুরুটা ভালোই ছিল। আরও একবার ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় ভারত।

5

 

কিন্তু রোহিত শর্মা আর শুভমান গিলের ৮০ রানের উদ্বোধনী জুটির পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা।

 

2

গিল ১৯ করে ওয়াল্লেলাগের বলে বোল্ড হন। এরপর বিরাট কোহলিকে ৩ রানেই সাজঘরের পথ দেখান লঙ্কান বাঁহাতি স্পিনার।

 

রোহিত শর্মা হাফসেঞ্চুরি পেয়েছেন। তাকেও বোল্ড করেছেন ওয়াল্লালাগে। ৪৮ বলে রোহিতের ৫৩ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ২টি ছক্কার মার।

 

মাঝে লড়াই করেছিলেন ইশান কিশান (৬১ বলে ৩৩) আর লোকেশ রাহুল (৪৪ বলে ৩৯)। ৮৯ বলে তাদের ৬৩ রানের জুটিটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের কেউ আর দাঁড়াতে পারেননি।

 

ওয়াল্লালাগের পর বল হাতে ভেল্কি দেখান অকেশনাল অফস্পিনার চারিথ আসালাঙ্গা। ওয়াল্লালাগে ৪০ রানে ৫টি আর আসালাঙ্কা ১৮ রানেই নিয়েছেন ৪টি উইকেট।

6

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3