প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাকিস্তানকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে অজিরা।
রোববার ব্লুমফনটেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯২ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। জবাবে ২৬৯ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। টানা দুই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
সর্বশেষ এই জয়ের পর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। ১২০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তৃতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪। পরের তিন স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১০৬), ইংল্যান্ড (৯৯) ও দক্ষিণ আফ্রিকা (৯২)।
বাংলাদেশ আছে র্যাংকিংয়ের সপ্তম স্থানে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯২। সমান রেটিং পয়েন্ট শ্রীলঙ্কারও। কিন্তু পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এছাড়া নয় ও দশে অবস্থান আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৮)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest