প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদরে মারধর, নার্সদের হেনস্তা ও ভাংচুর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা। এতে বিঘ্নিত হচ্ছে রোগীদের সেবা, বাড়ে ভোগান্তি।
কর্মবিরতির ডাক দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুই দফায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক করলেও কর্মবিরতি থেকে সরে যাননি আন্দোলনকারীরা।
আজ আবারও সমস্যার সমাধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিওমেক সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- আবদুল মালিক (৫৪), সাবেল আহমদ, জুবেল আহমদ ও জুয়েল আহমদ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest