সাধারণ জ্ঞানে দেশের প্রথম স্থান অর্জন করায় মেহজাবিন চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

সাধারণ জ্ঞানে দেশের প্রথম স্থান অর্জন করায় মেহজাবিন চৌধুরীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ এ সাধারণ জ্ঞান বিষয়ে সারা দেশে প্রথম স্থান অর্জন করায় তাসনিম মেহজাবিন চৌধুরীকে উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষ্যে গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতি, সিলেটের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আতিকুর রহমান, সহ-সভাপতি রিয়াজ আলম, আবুল ফজল, নিখিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাদেক রশীদ চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, অপু তালুকদার, কয়েছ মিয়া, সৌরভ দাস, আনোয়ার আলী, জসিম উদ্দিন, জনিক দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তাসনিম মেহজাবিন চৌধুরীর গর্বিত মা কুমকুম ইয়াসমিন চৌধুরী। অনূভুতি প্রকাশ করেন তাসনিম মেহজাবিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কয়েস মিয়া,গীতা পাঠ করেন নিখিল চক্রবর্তী।

 

উল্লেখ্য, তাসনিম মেহজাবিন চৌধুরী গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতি, সিলেটের সাধারণ সম্পাদক সাদেক রশীদ চৌধুরী ও সরকারী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা কুমকুম ইয়াসমিন চৌধুরীর কন্যা।

 

অনুষ্ঠােন শেষে অতিথিদের নৈশভোজের আয়োজন করা হয়।