প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক : এ বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এর আগে বিশ্ব ভ্রমণ করছে ট্রফি।
এবার বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশেও। ৬ আগস্ট দিবাগতে রাতে ট্রফিটি আসবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর তিন দিনে নানা কার্যক্রম রয়েছে ট্রফির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে বিসিবি।
প্রথমদিন বিশ্বকাপ শিরোপা যাবে পদ্মা বহুমুখী সেতুতে। দেশের বিশেষ এই স্থাপনার মাওয়া প্রান্তে দুপুর তিনটায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। এদিনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে এটুকুতে। পরদিন ৮ আগস্ট ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সকাল ৯টা থেকে ১২টা অবধি ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে।
জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে এখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest