মরক্কোর রূপকথা, জার্মানির বিদায়

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

মরক্কোর রূপকথা, জার্মানির বিদায়

স্পোর্টস ডেস্ক : পুরুষদের বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ ছিল মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে গিয়েছিল হাকিম জিয়েখ-আশরাফ হাকিমিরা। এবার যেন তাদেরই পথ ধরছে দেশটির নারীরা। প্রথমবার বিশ্বকাপে এসেই নকআউট পর্বে পৌঁছে গিয়েছে মরক্কোর মেয়েরা। আর তাদের রূপকথা গড়ার দিনে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি।

অস্ট্রেলিয়ার পার্থে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে অঘটনের জন্মই দিয়েছে নুহাইলা বেনজিনা-আনিসা লাহমারিরা। বল দখল, সঠিক পাস সবখানে পিছিয়ে থাকলেও আক্রমণে ছাড় দেয়নি তারা। কলম্বিয়া গোলমুখে কোন শট নিতে না পারলেও ৬ টি শট টার্গেটে রেখেছে মরক্কো।

 

ম্যাচের একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধের অন্তিম সময়ে। ডিবক্সের জটলায় ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় মরক্কো। পেনাল্টি নিতে এসে মিস করেন দলের অধিনায়ক ঘিজলানি শেবাক। তবে, রিবাউন্ডে বল পেয়ে তা জালে জড়ান লাহমারি। দ্বিতীয়ার্ধে অবশ্য মরক্কো আর গোলের দেখা পায়নি। ১-০ গোলের ওই জয়েই নকআউট পর্বে পা রেখেছে তারা।

 

মরক্কোর এমন জয়ে কপাল পুড়েছে জার্মানির। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই চলতো তাদের। কাঙ্ক্ষিত সেই ড্র পেয়েও যায় তারা। কিন্তু, মরক্কোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় বিদায় ৩ বারের ইউরোপ সেরাদের।

 

ব্রিসবেনে ম্যাচ শুরু হবার ৬ মিনিটেই পিছিয়ে পড়ে জার্মানি। ইয়াং জু-লির ডিফেন্স চেরা পাসে সহজ গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন সো-হুইন চো। গোল হজম করে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় জার্মানি। ৩৬ মিনিট পর আরাধ্য গোলটাও পেয়ে যায় তারা। দলীয় অধিনায়ক আলেকসান্দ্রা পপের গোলে সমতায় ফেরে জার্মান নারীরা।

 

ততক্ষণে গ্রুপের অন্য ম্যাচের ফলাফল ছিল জার্মানির পক্ষেই। কিন্তু প্রথমার্ধ শেষেই মরক্কো এগিয়ে গেলে চাপে পড়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে সেই চাপের মুখে থেকেও গোল পাওয়া হয়নি জার্মানির। শেষদিকে আক্রমণের ধার বাড়িয়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই শেষ করতে হয়েছে ম্যাচ।

 

এই ড্রয়ের পর গ্রুপপর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হলো হট ফেভারিট জার্মানির। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে পা রেখেছে মরক্কো। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে শীর্ষে থেকেই শেষ ষোলোতে যাচ্ছে কলম্বিয়া।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন