বিশ্বনাথে আম-ছালা সবই গেল বহিষ্কৃত তিন বিএনপি নেতার!

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

বিশ্বনাথে আম-ছালা সবই গেল বহিষ্কৃত তিন বিএনপি নেতার!

নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে পাঁচটি ইউনিয় পরিষদ নির্বাচনে আম ছালা দুটোই গেল তিন কপাল পুড়া বিএনপি নেতার। সোমবার (১৭জুলাই) নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজয় ও দল থেকে বহিস্কার হয়ে তাদের সর্বস্ব হারাতে হলো।

 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তারা চারজন বিএনপি নেতা এই নির্বাচনে অংশ নেন। কিন্তু নির্বাচনের আগের দিন (১৬জুলাই) এই চার বিএনপি নেতার দল থেকে বহিস্কারাদেশ ছলে আসে।কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মো.তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিস্কার করেন।

 

উপজেলা বিএনপি থেকে বহিস্কৃত এই চারজন হচ্ছেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমিন আজাদ ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।

 

বহিস্কৃতদের মধ্যে একজন হাফিজ আরব খান দৌলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আরব খানের ছালা গেলেও আম সঠিক রয়েছে তার।এমন মন্তব্য করছেন অনেকেই। কিন্তু উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমিন আজাদ এই তিন কপাল পুড়ার দলীয় পদ থেকে বহিস্কার ও নির্বাচনে পরাজয়সহ আম ছালা দুটোই গেছে বলে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন