“সাহিত্য মন্ত্রণালয় চাই”

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

“সাহিত্য মন্ত্রণালয় চাই”

কবি সুরাইয়া পারভীন লিলি

 

আমি কবি, আমরা কবি
লেখায় মোদের নেশা,
বাস্তবতা বজায় রেখে
এগিয়ে যাওয়ায় পেশা।

 

সূর্য্য ওঠবে দক্ষিণ দিকে
বললেই কি তা উঠবে?
বাস্তব দিকটা পূর্বদিকে
সেথায় সোনালী সূর্য্য ফুটবে।

 

সাগরে আসে জোয়ার ভাঁটা
বলি যদি তা আসবে না,
তাই বলে কি সাগরেতে
নৌকা জাহাজ ভাসবে না?

 

বলি যদি রাজার রাজ্যে
কোন রাজা – ই চায় না,
এমন কথা কেউ শুনেছে
কেউ কি ধরেছে বায়না।

 

কদম গাছে ফুটলে কদম
কোকিল যে গায় গান,
বসন্তের আগমনকে
দিয়ে যায় জানান।

 

তেমনি মোরা সাহিত্যিকরা
মিলিয়ে কাঁধে কাঁধ,
স্বারকলিপি পেশ কারিবো
ছিড়িয়ে সকল ফাঁদ।

 

আশা করি, আশা রাখি
বাস্তবায়ন করবেন এই সরকার
সাহিত্য মন্ত্রণালয় মোদের দাবী
এই দাবী বাস্তবায়ন দরকার।

 

সাহিত্য আর সাংস্কৃতি
পাশাপাশি ভাই,
সাহিত্যের পাশে সাংস্কৃতি বসিয়ে
দিলেই হয়ে যায়।

 

বাজেট সেতো আছে একটা
সংসদে হয় পাস,
সাহিত্যের সাথে সংস্কৃতি লাগালে
কেউ খাবে না বাঁশ।

 

সাহিত্যেরই পাশাপাশি
সাংস্কৃতির মর্যাদা,
দ্বিগুণ হারে বেড়ে যাবে
কারণ,এই সরকারের মন সাদা।

লেখিকা::কবি,সাহিত্যিক ও নার্সিং অফিসার।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন