প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এবার তাদের নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। বিশেষ এই ‘অপারেশন’ ঈদ পরবর্তী সময়ে বৃহ্ত্তর সিলেটে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেশ সহায়তা করবে বলে মনে করছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করতঃ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে র্যাব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।
সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এবার তাদের নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। বিশেষ এই ‘অপারেশন’ ঈদ পরবর্তী সময়ে বৃহ্ত্তর সিলেটে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেশ সহায়তা করবে বলে মনে করছে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বৃহস্পতিবার (৬ জুলাই) জানান, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবসময়ই অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনী।
তিনি বলেন- এবার অপরাধ দমনে এবার র্যাব-৯ এর নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। এটি গতানুগতিক টহলের চাইতে আরও শক্তিশালী। তাই বিশেষ এই টহলের নাম দেওয়া হয়েছে ‘রোবাস্ট পেট্রোল’। টহলের পাশাপাশি এসব ‘রোবাস্ট পেট্রোল’ টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে।
সিলেট বিভাগের চার জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest