চীনে ভারী বর্ষণে ১৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

চীনে ভারী বর্ষণে ১৫ জনের প্রাণহানি

1

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের শহর চংকিং শহরে প্রবল বৃষ্টিতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়।

 

এনবিসি।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট শি জিনপিং জনগণকে চরম আবহাওয়া থেকে রক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

2

 

5

ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে দুর্দশা নামিয়ে এনেছে। অনেকে মনে করছেন, এটি বিশ্ব উষ্ণায়নের ফল।

 

চংকিং শহরে বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। বিভিন্ন সেতু ভেঙে গেছে। বাড়ি ও গাড়ি পানিতে ভেসে গেছে।

 

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ১৫ জনের প্রাণহানি হয়েছে। আর নিখোঁজ রয়েছেন চারজন।

 

6

চংকিং এর উত্তর পূর্বের জেলা ওয়াংঝুতে বন্যায় ২২৭ দশমিক ৮ মিলিয়ন ইউয়ান (৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার) সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

7

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরে নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে এবং কোমরসমান পানির মধ্য দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5