প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের শহর চংকিং শহরে প্রবল বৃষ্টিতে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়।
এনবিসি।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট শি জিনপিং জনগণকে চরম আবহাওয়া থেকে রক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে দুর্দশা নামিয়ে এনেছে। অনেকে মনে করছেন, এটি বিশ্ব উষ্ণায়নের ফল।
চংকিং শহরে বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। বিভিন্ন সেতু ভেঙে গেছে। বাড়ি ও গাড়ি পানিতে ভেসে গেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ১৫ জনের প্রাণহানি হয়েছে। আর নিখোঁজ রয়েছেন চারজন।
চংকিং এর উত্তর পূর্বের জেলা ওয়াংঝুতে বন্যায় ২২৭ দশমিক ৮ মিলিয়ন ইউয়ান (৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার) সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরে নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে এবং কোমরসমান পানির মধ্য দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest