প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গত সপ্তাহে নারীদের জেলে গ্যাং-ওয়ারে ৪৬ জনের মৃত্যু পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপারেশন ‘ফেইথ অ্যান্ড হোপ’ শুরু করেছে। জেলের নিয়ন্ত্রণ নিতেই এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২৬ জুন) সকাল থেকে তামারা পেনাল সেন্টারে অভিযান শুরু হয়।
সেনাবাহিনী জানিয়েছে, তারা জেলের ভেতর থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ, মোবাইল জব্দ করেছে। বেআইনি ইন্টারনেট সংযোগও পাওয়া গেছে।
এ জেলেই সংঘর্ষে ৪৬ জন নারী বন্দির মৃত্যু হয়েছিল। জেলটিতে ৯০০ বন্দি থাকতে পারে।
সরকারিভাবে জানানো হয়েছে, হন্ডুরাসের ওই জেল থেকে ১৮টি পিস্তল, একটা অ্যাসল্ট রাইফেল, দুইটি মেশিন গান ও দুইটি গ্রেনেড জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য জেলেও একই ধরনের অভিযান চালানো হবে।
তামারা জেলে বারিও ১৮ স্ট্রিট গ্যাংয়ের সদস্যদের সঙ্গে এমএস-১৩ গ্যাংয়ের সদস্যদের লড়াই হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিপক্ষ গ্যাংয়ের সদস্যরা বন্দুক নিয়ে অন্য গ্যাংয়ের সদস্যরা যে সেলে ছিল, সেখানে ঢুকে পড়েন। তারপর তারা সেখানে আগুন ধরিয়ে দেন এবং সেলে তালা দিয়ে দেওয়া হয়। ফলে ভিতরে যারা ছিলেন তারা দগ্ধ হয়ে মারা যান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest