যে কারণে দলের বাইরে রুমানা-জাহানারা

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩

যে কারণে দলের বাইরে রুমানা-জাহানারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা দুই তারকা জাহানারা আলম ও রুমানা আহমেদ।দলের জন্য তাদের অবদান কম নয়। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজে এই দু’জনই নেই দলে। ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

নারী দলের নবনিযুক্ত নির্বাচক প্যানেল অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে ঠাঁই দেননি প্রাথমিক দলেও।তবে আরেক অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমা খাতুনকে ফেরানো হয়েছে।

 

এ বিষয়ে নারী দলের নয়া প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন তারা সেরা দলই দেয়ার চেষ্টা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন দু’জন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া দল দেয়ার বিষয়ে তাদের ভাবনাও।

 

শিপন বলেন, ‘দেখেন আমি আসলে নারী দল নিয়ে কোনও কাজ করিনি। যে কারণে সবাইকে আমি চিনি না। আমরা দল দিয়েছি পারফরম্যান্স বিবেচনা করে।

 

রুমানা ও জাহানারা ছাড়া আমরা যে দল দিয়েছি এখান থেকেই আমরা চূড়ান্ত স্কোয়াড বেছে নেবো।একটা সিরিজ আমাকে দেখার সুযোগ তো দিতে হবে।এরপর আমি নারী দল নিয়ে নিজের ভাবনাগুলো বলতে পারবো।কে কেমন বা কাকে কেন নেয়া হচ্ছে বা বাদ দেয়া হচ্ছে তা ব্যাখ্যা দেয়া যাবে।’

 

সাজ্জাদ আহমেদ শিপনের নারী ক্রিকেট দলের নির্বাচক হওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই। তিনি ছেলেদের এইজ গ্রুপ ও জাতীয় দল নিয়েই কাজ করেছেন। কিন্তু রুমানা ও জাহানারা তো পরীক্ষিত ক্রিকেটার। তাদের সম্পর্কে তো নির্বাচকদের না জানার কথা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে দু’জনকে না নেয়ার পেছনে অন্য কারণ আছে? বিশেষ করে রুমানা আহমেদের ফেরার অপেক্ষা দীর্ঘতর হলো। সবশেষ শ্রীলঙ্কা সফরেও বাদ পড়েছিলেন তিনি।

 

তখন সাবেক প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন তাকে বিশ্রাম দেয়া হয়েছে।পরে রুমানা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন তাকে বিশ্রাম নয়, দল থেকে বাদ দেয়া হয়েছে। সেই ঘটনায় জন্ম নেয় অনেক বিতর্কের।

 

শেষ পর্যন্ত নানা কারণে মঞ্জরুল ইসলামকে বাদ দিয়ে নতুন দুই নির্বাচক দেয়া হয় নারী বিভাগে। যাদের নারী দল নিয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই। রুমানা ও জাহানারাকে বাদ দেয়ার বিষয়ে বিসিবি’র নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন তাদের ভাবনার কথা।

 

তিনি বলেন, ‘আমরা নারী দল নিয়ে এগিয়ে যেতে চাই। ভারতের বিপক্ষে আমরা চেষ্টা করেছি সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দল গড়তে। নির্বাচকরাও সেই বিষয়টাতেই জোর দিয়েছেন। রুমানা ও জাহানারা আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। নারী দলে তাদের অবদানও কম নয়। তবে প্রধান কোচ, টিম ম্যানেজম্যান্ট, নির্বাচক ও অধিনায়করা আলোচনা করেই ভারতের বিপক্ষে সেরা পারফর্মারদের বেছে নেয়া হয়েছে। এমন নয় যে ওরা দু’জন আর ফিরবে না। সালমাতো তার পারফরম্যান্স দিয়েই ফিরেছে।’ সালমা ছাড়াও প্রাথমিক দলে ফেরানো হয়েছে মারুফা আক্তার, শারমিন আক্তার ও দিলারা আক্তারকে।

 

সম্প্রতি নারী দলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বিসিবি নড়েচড়ে বসেছে।বাড়ানো হয়েছে নারী দলের বেতন ভাতাও।সেই সঙ্গে নয়া প্রধান কোচ হিসেবে আনা হয়ে শ্রীলঙ্কার সাবেক গ্রেট ক্রিকেটার হাসান তিলকারত্নেকে। এছাড়াও নতুন করে সাজানো হয়েছে কোচিং ও নির্বাচক প্যানেল।

 

এ বিষয়ে নাদেল বলেন, ‘আমরা সর্বোচ্চ ভালো কিছুই নারী দল নিয়ে করার চেষ্টা করছি।কেউ বাদ পড়লে ফিরবে না এমন কিছু নয়। অবশ্য পারফরম্যান্স দেখেই নির্বাচক ও টিম ম্যানেজম্যান্ট সব বিবেচনা করবে।’

 

অন্যদিকে রুমানা ও জাহানারা, দুজনের কারও সামপ্রতিক পারফরম্যান্স ভালো নয়। গত বছর ৮ ওয়ানডে খেলে রুমানার উইকেট কেবল ৫টি, রান করেছেন ৮ ইনিংস মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে ২০১৯ সালে একটি ফিফটির পর টানা ২০ ইনিংসে আর পঞ্চাশ ছুঁতে পারেননি। সবশেষ ১০ ইনিংসের ৭টিতেই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে।

 

এই সংস্করণে সবশেষ ১৫ ইনিংসে তার উইকেট ১৫টি। জাহানারার পারফরম্যান্স নিম্নমুখী বেশ কিছু দিন ধরেই। সবশেষ ম্যাচে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভারে রান দেন ৪৪, এই ফরম্যাটে যা বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।এক ওভারেই তিনি দেন ২৩ রান যা লঙ্কানদের বিপক্ষে হারের কারণও বলে মনে করেন অনেকে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন