প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘নিজস্ব বাহিনী’ হিসেবে পরিচিত ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের প্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অথচ এই বাহিনীই পুতিনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতো। শনিবার এই ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অডিও বার্তায় বলেছেন, মস্কোর সামরিক নেতৃত্বের পতনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নেবে। তার বাহিনী মস্কো যাওয়ার পথে ‘সবকিছু ধ্বংস করবে।’
কিন্তু একান্ত অনুগত প্রিগোজিনের কেন এই বিদ্রোহ?
ইয়েভজেনি প্রিগোজিনের দাবি, তাঁর বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে মস্কোর সামরিক বাহিনী। এ কারণে তার প্রায় দু’হাজার সেনার মৃত্যু হয়েছে।
ইউক্রেন যুদ্ধের কৌশল নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে মতবিরোধ চলছিল প্রিগোজিনের। রুশ সেনা পরিকল্পিতভাবে ওয়াগনার যোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি।
প্রিগোজিন জানুয়ারিতে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লবণ-খনির শহর সোলেদার দখল করার সম্পূর্ণ কৃতিত্ব দাবি করেছিলেন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারের এই গৌরব চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
ওয়াগনার প্রধান বারবার অভিযোগ করেছেন, রাশিয়ার সামরিক বাহিনী বাখমুত ধরে রাখার জন্য ওয়াগনারকে পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, রাশিয়ার বাহিনী ওয়াগনারের সেনাদের দোনেৎস্ক থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest