প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ৭ নেতা কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা ভোটের পর ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে ভাবে তারা বিজয়ী হয়েছেন।
নির্বাচিত সাতজন হলেন-
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১নং বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী নির্বাচিত হয়েছেন । তিনি ঝুড়ি প্রতীকে নির্বাচন করেছেন।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। তিনি লাটিম প্রতীকে নির্বাচন করেছেন।
১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন।তিনি ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।
১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান।তিনি মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন।
২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আব্দুল রকিব তুহিন। তিনি লাটিম প্রতীকে নির্বাচিত হয়েছেন।
৩৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন।তিনি রেডিও প্রতীকে নির্বাচিত হয়েছেন।
মহানগর মহিলা দলের সহসভাপতি মোছা: রুহেনা খানম মুক্তা সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। তিনি টিফিন ডলফিন প্রতীকে নির্বাচিত হন।
এদিকে, নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.ছালাহ উদ্দিন রিমনসহ ৩৬জনই পরাজিত হয়েছেন।
উল্লেখ্য- এরআগে গত ৫জুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৪৩ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি।তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.ছালাহ উদ্দিন রিমনও ছিলেন। বাকিদের মধ্যে ৩৮ জন পুরুষ কাউন্সিলর ও চারজন নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest