প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৩
অনলাইন ডেস্ক : বিগত কয়েক বছর ধরে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। যে জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিররা।
তাদের কথা মাথায় রেখে এবার প্রথমবারের মতো দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন) অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, পবিত্র ঈদুল ফিতরে এ মাঠে একসঙ্গে ছয় লাখেরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে আসতে আগ্রহী মুসল্লিদের জন্য দুটি স্পেশাল ট্রেন থাকছে। যা এবারই প্রথম। একটি ট্রেন পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও দিয়ে দিনাজপুর ও অপরদিকে পার্বতীপুর থেকে চিরিরবন্দর হয়ে দিনাজপুরে আসবে।
তিনি আরও বলেন, দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসুল্লিরা যেন নামাজে অংশ নিতে আসতে পারেন-সেজন্য প্রচার প্রচারণা ও নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে। নামাজে ইমামতি করবেন জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামশুল হক কাশেমী।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ বিভিন্ন দপ্তর ও বাহিনীর কর্মকর্তারা বক্তব্য দেন।
২০১৫ সালে ২২ একর জমিতে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের কাজ শুরু হয়। মিনাটিতে ৫২টি গম্বুজ রয়েছে। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০২০ ও ২০২১ সালে ভয়াবহ করোনা ভাইরাসের কারণে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ২০২২ সাল থেকে পুনরায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। গত ঈদুল ফিতরের নামাজে একসঙ্গে ছয় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest