ঈদুল আজহার নামাজ আদায়ের নিয়ম

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

ঈদুল আজহার নামাজ আদায়ের নিয়ম

8

নিউজ ডেস্ক : বছর ঘুরে আমাদের মধ্যে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ মুসলমানদের জন্য দুটি দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দিনগুলোতে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব।

 

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘অতএব, তোমার রবের উদ্দেশেই নামাজ পড়ো এবং কুরবানি করো।’ (সূরা আল-কাওসার, আয়াত: ২)

 

ঈদের নামাজের পদ্ধতি সাধারণ পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়। এতে আজান ও ইকামত নেই এবং রয়েছে ছয়টি অতিরিক্ত তাকবির। নিচে ঈদের নামাজ আদায়ের নিয়ম ধাপে ধাপে তুলে ধরা হলো:

 

১. তাকবিরে তাহরিমা ও ছানা পাঠ: ইমাম ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করবেন, মুসল্লিরাও তাকবিরে তাহরিমা দিয়ে হাত বেঁধে ছানা পাঠ করবেন।

 

8

২. তিনটি অতিরিক্ত তাকবির (প্রথম রাকাতে): এরপর ইমাম তিনটি অতিরিক্ত তাকবির বলবেন। প্রতিটি তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবির শেষে হাত বেঁধে ফেলা হবে।

 

৩ কিরাত ও রুকু: এরপর ইমাম আউজু ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তিলাওয়াত করবেন। এরপর স্বাভাবিকভাবে রুকু ও সিজদা শেষে প্রথম রাকাত শেষ করবেন।

6

 

৪. দ্বিতীয় রাকাতের শুরু: ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা তিলাওয়াত করবেন।

 

৫. তিনটি অতিরিক্ত তাকবির (দ্বিতীয় রাকাতে): কিরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে তিনটি অতিরিক্ত তাকবির বলা হবে। প্রতিবার হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে। এরপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাওয়া হবে।

 

2

৬. নামাজ শেষ: এরপর স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করা হবে।

 

৭. খুতবা প্রদান: নামাজ শেষে ইমাম মিম্বরে উঠে দুটি খুতবা প্রদান করবেন। মুসল্লিদের একাগ্রচিত্তে খুতবা শুনতে হবে। এ সময় কথা বলা, হাঁটা বা অন্য কোনো কাজে ব্যস্ত হওয়া নিষেধ।

 

৮. খুতবা শেষে ঈদগাহ ত্যাগ: খুতবার পর মুসল্লিরা সুসজ্জিতভাবে ঈদগাহ ত্যাগ করবেন।

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2