বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩

বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

3

নিউজ ডেস্ক : বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উভয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে গণনা।

 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন চলছে গণনা। প্রতিটি ওয়ার্ডের ফলাফল প্রিজাইডিং অফিসাররা নিয়ে আসার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।’

 

4

তবে, ভোট চলাকালে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তি‌নি পু‌লিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন।

 

পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ পেয়েছি। জড়িতদের শনাক্ত ক‌রে ব্যবস্থা নেওয়া হবে।’

 

2

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে বলেছি।’

 

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।

 

এবার বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে, নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

 

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।’

7

 

এবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, ৫ জন মেয়র প্রার্থী ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

2

 

নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8