প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩
বিনোদন ডেস্ক : ফ্যাশন শো চলাকালীন মঞ্চে মারা গেছেন ভারতীয় মডেল বংশিকা চোপরানি। রোববার (১১ জুন) উত্তর প্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। নিউজ১৮ এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শো চলাকালীন মঞ্চে হাঁটছিলেন ২৪ বছর বয়সী মডেল বংশিকা চোপরানি। ওই সময়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস বংশিকার ওপরে ভেঙে পড়ে। এতে গুরুতর আঘাত পান তিনি। এসময় বংশিকার পাশে ছিলেন ববি রাজ নামে এক যুবক। এ ঘটনায় তিনিও আঘাত পান। দ্রুত তাদের নিকটস্থ কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা বংশিকাকে মৃত ঘোষণা করেন, তবে ববি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বংশিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। শোয়ের আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস ইনস্টল করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিছুদিন আগে এ আর রহমানের ছেলে এ আর আমিন মিউজিক ভিডিওর শুটিং করার সময়ে একইভাবে লাইটিং ট্রাস ভেঙে পড়েছিল। সৌভাগ্যক্রমে সেই যাত্রায় বেঁচে যান এ আর রহমানের ছেলে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest