দক্ষিণ সুরমার সড়ক দূর্ঘটনায় বিএলএফ এর শোক প্রকাশ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

দক্ষিণ সুরমার সড়ক দূর্ঘটনায় বিএলএফ এর শোক প্রকাশ

নিউজ ডেস্ক ঃঃ সিলেট দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় বালুবাহী ট্রাক ও শ্রমীক পরিবনকারী পিকআপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। পরে মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) এর নেতৃবৃন্দেরা। বিএলএফ এর সভাপতি শাহ মো: আবু জাফর, সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ছায়দুল ইসলাম, সহ-সভাপতি মদরিছ আলী, আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জমির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লাকি আহমেদ। পরে তারা হতাহতের পরিবারের খোঁজখবর নেন।

সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ আলী (২৫), শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাম মিয়া (২৬), একই উপজেলার বাবনগাঁ গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহিন মিয়া (৪০), দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিস মিয়া (৬৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০), শান্তিগঞ্জ উপজেলার তলেরতন গ্রামের মৃত আওলাদ উল্লার ছেলে আওলাদ হোসেন (৬০), দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫), গচিয়া গ্রামের বারিক উল্লার ছেলে সিজিল মিয়া (৫৫), ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭), নেত্রকোনার ভারহাট্টা উপজেলার দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের শমসের নুরের মেয়ে মেহের (২৪), দিরাই উপজেলার মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০), একই গ্রামের শাহজাহানের ছেলে বাদশা (২২) ও দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মায়েদ নুরের ছেলে বাদশা (২২)।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা ১৫ জনে গিয়ে দাড়িয়েছে। গত ৭ মে ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে দুর্ঘটনাটি ঘটে।

সিলেট থেকে ছেড়ে যাওয়া পিকআপে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছলে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৪ জন।

জানা যায়, তাদের বেশিরভাগই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা। স্বজনরা জানান, নিহত সবাই নির্মাণ শ্রমিক। দৈনিক মজুরীতে তারা বাসার ছাঁদ ঢালাইয়ের কাজ করতো। বুধবার ভোরেও তারা একটি বাসার ঢালাইকাজের জন্য সিলেটের ওসমানীনগর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যেই দুর্ঘটনার শিকার হন তারা।