জালালাবাদের মৌলভীরগাওয়ে জমি দখলের চেষ্টা,প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা,থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

জালালাবাদের মৌলভীরগাওয়ে জমি দখলের চেষ্টা,প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা,থানায় অভিযোগ দায়ের

4

নিউজ ডেস্ক ঃঃ সিলেটের এসএমপির জালালাবাদ থানার মৌলভীরগাও গ্রামে জায়গা দখলে বাধা প্রদান করায় প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুন) বিকেল ৪টায় বাদীর বাড়ীর সামনের দোকান থেকে ৬০/৭০ ফুট পূর্বে পুকুর পাড়ের মৌরশী জায়গায় এ হামলার ঘটনা ঘটে। এব্যাপারে বৃহস্পতিবার (৮জুন) সিলেটের জালালাবাদ থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ দাখিল করেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে আজিজুর রহমান।

8

মামলার আসামীরা হলেন,জালালাবাদ থানার মৌলভীরগাও গ্রামের সমশর আলীর ছেলে আব্দুশ সবুর, মৃত বাছিত আলীর ছেলে মমশর আলী, মৃত আসিদ আলীর ছেলে ফারুক মিয়া, ছালেখ মিয়া, শফিক মিয়া, কমর আলীর ছেলে রিয়াজ উদ্দিন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বুধবার বিকেল আনুমানিক ৪টায় পূর্ব শত্রুতার জেরে আসামীরা জমি দখলের চেষ্টা চালায়। এতে আজিজুর রহমানের পিতা আব্দুল জলিল ও চাচা আব্দুল কালাম বাধা দিলে আসামীরা দেশীয় অস্ত্রে তাদের উপর আক্রমন চালায়। ১নং আসামী আব্দুস সবুর আব্দুল জলিলকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দা দিয়া মাথায় আঘাত করলে মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং ২নং আসামী মমশর আলীর হাতে থাকা রামদা দিয়ে আব্দুল জলিলের ঘাড়ে ছেদ মারলে তার বাম হাতের উপরের অংশে ঘাড়ের নীচে পড়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয় এবং ৩নং আসামী ফারুকের হাতে থাকা দা দিয়া আব্দুল কালামকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় উপর্যুপুরী ছেদ দিলে রক্তাক্ত কাটা জখম হয়।এ সময় আজিজুর রহমানের চাচাত ভাই আব্দুল মতিন এর শোর চিৎকারে দ্রুত ঘটনাস্থলে গেলে ১নং আসামী আব্দুস সবুর তাহার হাতে থাকা দা দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর ছেদ মারলে তা মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং ৪নং আসামী ছালেখ মিয়া রড দিয়া তাহার পায়ে ঘাই মারলে রক্তাক্ত জখম করে। অপরাপর আসামীগণ তাহাদের হাতে থাকা রড, লাঠি দ্বারা বাদীর পিতা, চাচা ও চাচাত ভাইকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ফুলা জখম করে।বাদীর ছোট ভাই ও আশপাশ বাড়ীর লোকজন ও বাদীর ছোট ভাই আসামীদের কবল হতে জখমীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আসামীদের ভয়ে পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন আজিজুর রহমান ও তার পরিবারের লোকজন।

5

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এর কাছে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান,বিষয়টি তদন্তাধীন।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6