প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
নিউজ ডেস্ক: প্রস্তাবিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা টিআরপি ২০২৩ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।
বুধবার (৭ জুন) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভেকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আজিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, মো. শফিকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, সমর বিজয় সী শেখর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সজল কুমার রায়, সাবেক যুগ্ম সাম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক মো. মাজহারুল হক, পাঠাগার সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ রিপন, কোষাধ্যক্ষ কাওছার মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেগুল, হাছনু চৌধুরী, কাজী আরিফুল হাসান, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. বাহা উদ্দিন বাহার, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মনজু, মো. মওদুদ আহমদ, আসাদুর রহমান তারেক, এ এস এম মুবিনুল হক শাহীন, জাহানজেব জিন্নাহ, মখলিছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজেটে সরকারের সরলতার সুযোগ নিয়ে এস আর ও নং ১৬৮ আইন/আয়কর/২০২৩, টেক্স রিটার্ন প্রপার টিআরপি ২০২৩ প্রকাশ হয়েছে। এই আইনটি বাস্তবায়িত হলে কতিপয় অসাধু মধ্যস্বত্ত্বভোগীদের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি হবে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
বক্তারা এই কালো বিধিমালা অবিলম্বে বাতিল করে অংশীজনদের সাথে আলোচনা করে কর বান্ধব আইন তৈরি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest