জানুয়ারি থেকে চট্টগ্রাম ও সিলেটের বাস থাকবে কাঁচপুর টার্মিনালে

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

জানুয়ারি থেকে চট্টগ্রাম ও সিলেটের বাস থাকবে কাঁচপুর টার্মিনালে

6

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন,আগামী বছরের জানুয়ারি থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ ওই অঞ্চলের সব জেলার বাস কাউন্টার কাঁচপুরের আন্তঃজেলা বাস টার্মিনালে স্থানান্তর করতে হবে। ঢাকার অভ্যন্তরে এসব এলাকার কোনো কাউন্টার রাখা যাবে না।

6

 

2

আগামী বছরের জানুয়ারী মাসের পর রাজধানী ঢাকায় ঢুকতে পারবে না সিলেটের বাস। বাসগুলো কাঁচপুর টার্মিনাল পর্যন্ত যেতে পারবে। জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

মঙ্গলবার (৬ জুন) প্রকাশ হওয়া ঐ সাক্ষাৎকারে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী বছরের মধ্যেই ঢাকা শহরে গণপরিবহনে আমূল পরিবর্তন দেখতে পাবে ঢাকাবাসী। ঢাকা নগর পরিবহন তিনটি পথে চলছে। আরও পাঁচটি পথ যুক্ত করার প্রক্রিয়া চলছে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে দরপত্র সম্পন্ন করেছি। আশা করছি, জুলাই-আগস্টের মধ্যে কাজ শুরু করব।

 

8

নগর পরিবহনে শৃঙ্খলা ফিরবে কবে? এমন প্রশ্নরে জাবাবে শেখ তাপস জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের যত বাস আছে, জানুয়ারি পর সেগুলো ঢাকায় ঢুকতে পারবে না; কাঁচপুর টার্মিনাল পর্যন্ত আসবে। ঢাকার ভেতরের সেবাটা তখন নগর পরিবহনই দেবে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সংস্কার চলছে। আগামী মাসে উদ্বোধন করব। সিটির বাস সায়দাবাদ টার্মিনালকেন্দ্রিক সেবা দেবে। ঢাকাবাসী আগামী বছর থেকে বেশ কিছু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনেক উন্নয়নকাজ মূলত বন্ধ। এ বিষয়ে তাপস বলেন, পান্থকুঞ্জ উদ্যানের কাজ দ্রুত শুরু করতে পারব। বন্ধ ছিল কারণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, উদ্যান ধ্বংস করে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে না। সুতরাং আমাদের প্রকল্পের কাজ শুরু করব। ওসামনী উদ্যানে ঠিকাদার চুক্তি অনুযায়ী কাজ করেনি; তাই তাকে বাতিল করতে হয়েছে। তবে আগের পরিকল্পনায় বাকি অংশ বাস্তবায়ন হবে। অচিরেই নতুন দরপত্র আহ্বান করতে পারব। নতুন করে যেন গাছ কাটা না পড়ে, সবুজায়ন যেন ধ্বংস না হয়, সেটি দেখব।

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7