শুধু স্মার্ট নগরী গড়ার স্বপ্ন নয় বাস্তবায়ন করতে কাজ করব : আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

শুধু স্মার্ট নগরী গড়ার স্বপ্ন নয় বাস্তবায়ন করতে কাজ করব : আনোয়ারুজ্জামান চৌধুরী

নূরুদ্দীন রাসেল :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের কাজ হয়েছে কিন্তু কোনো পরিকল্পিত কাজ হয়নি। তাই সিলেট মহানগরীকে নতুনরূপে সাঁজাতে অবশ্যই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে চান। এই স্মার্ট দেশের ন্যায় সিলেটও হবে অন্যতম একটি স্মার্ট নগরী। শুধু স্মার্ট নগরী গড়ার স্বপ্ন নয় বং তা বাস্তবায়ন করতে কাজ করব।

 

বৃহস্পতিবার (১ জুন) বিকালে সিলেট জেলা আওয়ামী কর আইনজীবী লীগের উদ্যোগে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

 

সিলেট জেলা আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি ইফতিয়াক হোসাইন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট শফিকুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ কামাল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সমর, মোহাম্মদ আলী খোকন, সজল কুমার রায়, সিরাজুল ইসলাম, হাসনু চৌধুরী, অ্যাডভোকেট আজিজুর রহমান, মিন্টু চন্দ্র রায় অনুব্রত, অ্যাডভোকেট একরামুল হাসান শিরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সারওয়ার হোসেন খসরু, অ্যাডভোকেট বাবলু চন্দ্র ভৌমিক, দেব দুলন, আসাদুর রহমান তারেক, কমলন্দ ভট্রাচার্জ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন