প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : রহস্যময় আওয়াজে ভীত পুরো গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, মাটির নিচ থেকে বিকট শব্দ ভেসে আসছে। শুক্রবার ভোরে পর পর দু’বার এই শব্দ শোনা গেছে।
কানফাটানো সেই আওয়াজ শোনা গেছে পাশের গ্রামেও। রহস্যময় সেই আওয়াজ নিয়ে হুলস্থুল পড়ে গেছে ভারতের কেরালার কোট্টায়ম জেলার চেনাপ্পাড়ি গ্রামে।
মাটির নিচ থেকে কিসের শব্দ ভেসে আসছে, তা জানতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। কেরালার ভূতত্ত্ব পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল ওই গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিসের আওয়াজ তা খতিয়ে দেখা হবে।
ভূতত্ত্ব দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দিন কয়েক আগেই ওই গ্রামের আশপাশে এক ধরনের শব্দের খবর পেয়েছিল তারা। তার পরই তারা ঘটনাস্থলে যায়। সেই একই ধরনের আওয়াজ শোনা যায় চেনাপ্পাড়ি গ্রামে। তবে আওয়াজটি কিসের তা এখনও চিহ্নিত করা যায়নি।
তারা জানিয়েছেন, সেন্টার ফর আর্থ সায়েন্সেস (সিইএস)-কে খবর দেওয়া হয়েছে। এই আওয়াজের নেপথ্যে বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখবে সিইএস। তবে প্রাথমিকভাবে ভূতত্ত্ব দপ্তরের কর্মকর্তারা আওয়াজটিকে চিহ্নিত করার কাজ করবেন বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।
সূত্র: আনন্দবাজার




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest