দন্ডপ্রাপ্ত আসামির জেলা কর আইনজীবী সমিতির সদস্য পদ বাতিলের দাবিতে অভিযোগ দায়ের

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

দন্ডপ্রাপ্ত আসামির জেলা কর আইনজীবী সমিতির সদস্য পদ বাতিলের দাবিতে অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক :: সিলেট জেলা কর আইনজীবী সমিতির এক সদস্যের বিরুদ্বে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে গত ২৯ মে এডভোকেট সোহেল আহমদ বাদী হয়ে জেলা কর আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়,জেলা কর আইনজীবী সমিতির সদস্য জাহাঙ্গীর আলম (আইডি নং-১৬৩) তিনি মসরুর চৌধুরী শওকত এডভোকেট এর পাওনা পরিশোধের জন্য ব্যাংকে টাকা না থাকা সত্বেও প্রতারণামূলক ভাবে উক্ত মসরুর চৌধুরী শওকত এডভোকেট কে একখানা চেক প্রদান করেন এবং পরবর্তীতে ঐ চেকখানা ডিজওনার হয়।উক্ত কারণে এডভোকেট শওকত বাদী হয়ে এনআইএক্ট এর ১৩৮ ধারায় সদর সিআর মামলা নং-৯৪০/১৭,যাহা পরবর্তীতে মামলা নং-২৭২৩/১৭ হয়।আদালত ১০/৭/১৮ তারিখের আদেশে জাহাঙ্গীর আলম কে ৩ মাসের কারাদণ্ড ও ১২৫০০০ টাকা জরিমানা করে রায় প্রদান করেন।জানা যায়,আদালত নথি অনুযায়ী জাহাঙ্গীর আলম রায় প্রদানের পর পলাতক রয়েছেন,কোনো প্রকার আপিল করেন নাই এবং গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

 

লিখিত অভিযোগে জানা যায়,সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তাঁর সদস্য পদ বহাল থাকার কথা নয় এবং তিনি বহাল তবিয়তে সমিতির সদস্য পদে পদায়নে রয়েছেন এবং প্রকাশ্যে তিনি পেশা পরিচালনা করে যাচ্ছেন।দরখাস্তকারী সোহেল আহমদ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ প্রতিকারের জন্য অফিসিয়াল একটি দরখাস্ত দাখিল করেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন