প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, ইমরান খান আল-কাইদার ট্রাস্ট মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে তাকে রেঞ্জার্স বাহিনী নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ক্ষোভ প্রকাশ করে ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশের মহাপরির্দশক বিবৃতিতে ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে আকবর নাসির খান জানান, আল-কাইদার ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পিটিআইয়ের আইন প্রণেতা ফাইসাল চৌধুরী ইমরান খানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পিটিআই নেতা মুসারারাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এই মুহূর্তে ইমরান খানের ওপর নির্যাতন করছে….তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবের সঙ্গে কিছু একটা করছে।’
পিটিআইয়ের কর্মকর্তারা ইমরান খানের আইনজীবীর একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, ওই আইনজীবী আহত হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest