প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে ম্যাজিস্ট্রেট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই আবেদন খারিজ হয়ে গেল সুরাটের দায়রা আদালতে।
ফলে তাকে সাজা ভোগ করতে হতে পারে।
২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় ‘মোদিরা কেন চোর হয়’ মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। এর জেরে সংসদ সদস্যপদ হারিয়েছেন তিনি। একইসঙ্গে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাটের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সেখানে তার আবেদন ছিল, তাকে দোষী সাব্যস্ত করে যে রায় দেওয়া হয়েছে তা খারিজ করা হোক।
তবে সুরাটের দায়রা আদালতের বিচারক আরপি মোগেরা রাহুলকে বেকসুর খালাস করলেন না। আর এই পরিস্থিতিতে রাহুলের সাংসদপদ ফিরে পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় রাহুল বলেছিলেন, মোদিরা কেন চোর হয়? ‘মোদি’ পদবীকে অপমান করা হয়েছে, এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা করেছিলেন মোদি পদবির এক বিজেপি বিধায়ক। সেই মামলার জেরেই এখন আদালতে ঘুরে বেড়াচ্ছেন রাহুল।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest