আনন্দ মেলায় সিয়াম-পূজা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

আনন্দ মেলায় সিয়াম-পূজা

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবার সেজেছে ভিন্ন আঙ্গিকে। এবারের উপস্থাপনাতেই থাকছে বড় চমক।

 

যেখানে নামকরা তারকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের পারফরমেন্স তুলে ধরবেন।

উপস্থাপক হিসেবে থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরী। এছাড়াও বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। তারা উপস্থাপনার পাশাপাশি অংশ নেবেন নাচ, গান, অভিনয়ে।

 

আনন্দ মেলার এ আয়োজনে আরো থাকছে হারানো দিনের গানে ফেরদৌস ও মেহজাবিনের নৃত্য পরিবেশনা, ভিন্ন আঙ্গিকে জলের গানের পরিবেশনা, মমতাজের একক পরিবেশনা, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনা।

 

রয়েছে মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক পরিবেশনা।

 

‘আনন্দ মেলা’ প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন