বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস এর প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস এর প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ

নিউজ ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে বাংলাদেশ মণিপুরী জাতির গর্ব একমাত্র ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস এর শিক্ষা কার্যক্রম সবচেয়ে উল্লেখযোগ্য হলো প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ প্রদান যা সুদীর্ঘ দুই যুগ ধরে প্রদান করে আসছে।

শুক্রবার (৭এপ্রিল ২০২৩) সকাল ১১ টা ৩০মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী কেমুসাস হলরুমে বামছাস উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অসেম সত্যজিত সিংহ এবং এল নন্দলাল সিংহ এর নিজস্ব অর্থায়ানে প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ ২০২২ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,ক্রেস্ট প্রদান করে ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সয়ফুল করিম চৌধুরী হায়াত,এইচ বীরেন্দ্র সিংহ,নীলমনি সিংহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন,বামছাসের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এল নন্দলাল সিংহ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকি সিংহ ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা সিনহা।সংগঠনের পক্ষে বক্তব্য দেন ময়েংবম মুকেশ,অয়নমনি সিংহ, রনিক সিংহ প্রমুখ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন