নতুন পরিচয়ে রোমাঞ্চিত কুসুম শিকদার

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

নতুন পরিচয়ে রোমাঞ্চিত কুসুম শিকদার

6

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দুই পর্দায় নিজেকে প্রমাণ করেছেন। যদিও দীর্ঘদিন তিনি পর্দায় অনুপস্থিত। ২০১৬ সালে সর্বশেষ গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় তাকে দেখা গেছে। লম্বা বিরতীর পরে তিনি আবার চলচ্চিত্রে ফিরছেন। তবে এবার পর্দার পেছনে কাজ করছেন এই অভিনেত্রী।

1

 

5

‘শরতের জবা’ নামে সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন তিনি। গত অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় কুসুম শিকদারের গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’। সেখানে প্রকাশিত ‘শরতের জবা’ গল্প থেকে চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

 

7

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদাবাড়ি। সিনেমাটির শুটিং হয়েছে সেখানেই।

3

 

সিনেমা প্রসেঙ্গে কুসুম শিকদার বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। সিনেমাটি মুক্তি দিতে আর কিছু দিন হয়তো লাগবে।’

 

কুসুমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8