প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গড়িমসির কারণে ৬ মাস পর অবশেষে সেই অর্থ পেতে যাচ্ছেন মেয়েরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিন চলাকালীন বিকেলে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন কোচ গোলাম রাব্বানী ছোটনসহ চারজন আসেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনের খেলা শেষে বিসিবি তাদের হাতে পুরস্কারের চেক তুলে দেবে।
মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় অর্জনের পর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা তাদের জন্য পুরস্কার ঘোষণা করে। বিসিবিও শামিল হয় এতে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘পুরস্কারের বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।’
অথচ বিসিবির দাবি করে ছয় মাস আগেই চেক রেডি করে রাখা হয়েছিল। কিন্তু বাফুফে কর্মকর্তাদের অসহযোগীতার কারণেই মেয়েরা এখন পর্যন্ত পুরস্কার বঞ্চিত। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
কিছুদিন আগে অর্থ পুরস্কারের ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক) টাকা দিয়েছে। সালামের (বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী) পে অর্ডার করে রেডি আছে। বিসিবির খবর জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে।’
এই নিয়ে গতকাল বুধবার নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের বিষয় নিয়ে প্রশ্ন করতেই বিসিবি সভাপতি বলেছেন, ‘মিথ্যা কথা (বিসিবির টাকা দিতে দেরি হচ্ছে)। ওরা (বাফুফে) নেয় না। বার বার বলা হচ্ছে তো। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। আমাদের অক্টোবর মাসে চেক সই করা একদম নামে নামে।’
পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গনমাধ্যমকে বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতির একটা কমিটমেন্ট ছিল ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়ার ব্যাপারে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আসলে খেলোয়াড়দের অ্যাভেইলঅ্যাবিলিটি এবং তাদের কাছে চেক তুলে দেওয়ার যে ইচ্ছে আমাদের ছিল, সেটা মিলছিল না বলেই হয়তো দেরিটা হচ্ছিল।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest